অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩
একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে আপনাদের নিম্নে বলা পদ্ধতি অবলম্বন করতে হবে।
১. শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা : এই লিংকে
২. শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পচ্ছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে।
একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পচ্ছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজ তার অবস্থান নির্ধারন করা হবে।
যেভাবে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ সম্পন্ন হবে
একাদশ শ্রেণির ভর্তি এবারও অনলাইনে অনুষ্ঠিত হবে। এই ভর্তি কার্যক্রমে ৩ বার প্রাথমিক আবেদন, ৩ বার ভর্তি রেজাল্ট, ৩ বার ভর্তি নিশ্চায়ন এবং ১ বার চূড়ান্ত ভর্তি থাকবে। তবে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার সময় সরাসরি কলেজে গিয়ে ভর্তি ফি ও (150) tk প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ভর্তি হতে হবে। চলো এবার ধাপে ধাপে বিস্তারিত জেনে নেই :কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে?
একাদশ শ্রেণিতে এবার প্রায় ৭ লক্ষ্য সিট খালি থাকবে। কিন্তু এবার জিপিএ-৫ এর
হার সবচেয়ে বেশি হওয়ায় এবার ভালো কলেজে চান্স পাওয়া অনেক চ্যালেঞ্জিং হবে। তবে যেহেতু ১০টি কলেজে আবেদন করা যাবে সেহেতু ৩-৪ টা ভালো কলেজ চয়েজ দিতেই পার। এভাবে সবাই ১ থেকে ১০ পর্যন্ত কলেজ চয়েজ দিবা।
অনলাইনে আবেদন করতে কি কি লাগবে?
এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নম্বর।
এসএসসি পাশের সাল ও বোর্ডের নাম ।
একটি সচল মোবাইল নম্বর।
তোমার পছন্দের কলেজ সিকেক্ট করো
১ম পর্যায়ে আবেদন ঃ
সর্বপ্রথম সবাইকে প্রাথমিক আবেদন করতে হবে। যারা ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরকেও আবেদন করতে হবে। এরপর “আবেদন যাচাই বাচাই” এর জন্য সময় দেওয়া হবে। এরপর যাদের বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তিত হবে, তারা আবার আবেদন করতে পারবে। তাছাড়া আবেদন করার পর কলেজ তালিকা বা পছন্দক্রম পরিবর্তন করার দরকার হলে করা যাবে। তবে সর্বোচ্চ ৫ বার ১ম পর্যায়ের আবেদনের পছন্দক্রম পরিবর্তন করা যাবে। এবার ৪-৫ দিন পর ১ম পর্যায়ের রেজাল্ট দিবে।
যাদের পছন্দমত কলেজ আসবে ভর্তি নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের রেজাল্ট এবং আবেদন উভয়ই বাতিল হয়ে যাবে
২য় পর্যায়ে আবেদনঃ
৩য় পর্যায়ে আবেদনঃ
১ম, ২য় ও ৩য় পর্যায়ে যারা চান্স পেয়ে ভর্তি নিশ্চায়ন করেছে শুধু তারাই এখন তাদের চান্স পাওয়া কলেজে ভর্তি হতে পারবে। এ জন্য চূড়ান্ত ভর্তির সময়ে নিম্নোক্ত কাগজপত্র নিয়ে যেতে হবে। ২-৪ দিনের মত সময় দেয়া হবে।
Tags: একাদশ শ্রেণী ভর্তি ২০২৩,একাদশ শ্রেণী ২০২৩ ভর্তি,কলেজ ভর্তি ২০২৩,একাদশ কলেজ ভর্তি,একাদশ শ্রেণিতে ভর্তি ২০২২,একাদশ ভর্তি,একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি ২০২৩,একাদশ শ্রেণী ভর্তি কবে শুরু,একাদশ শ্রেণী সকল তথ্য ভর্তি,একাদশ শ্রেণী ভর্তি সকল তথ্য,একাদশ ভর্তি ২০২৩-২৪,একাদশ শ্রেণীর ভর্তির ফরম ফিলাপ,একাদশ ভর্তি ২০২৩,একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন,একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম ২০২২,একাদশ শ্রেণি ভর্তি ২০২৩,একাদশ ভর্তি শিক্ষা বোর্ড থেকে জরুরি নোটিশ
https://www.incometips.xyz/feeds/posts/default