Islamic lesson
আসরের নামাজ কত রাকাত ও নিয়ম

আসরের নামাজ ৮ রাকাত। চার রাকাত সুন্নত ও চার রাকাত ফরজ। তবে ব্যক্তি মুসাফির অবস্থায় চার রাকাত ফরজকে দুই রাকাত করে পড়তে পারেন।
আসরের নামাজের নিয়ম
চার রাকাত সুন্নাত:
প্রথমে জায়নামাজের দোয়া পাঠ করতে হবে। এরপর আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করতে হবে।
নিয়তটি হলো –
“নাউয়াইতুয়ান উছালিয়া লিল্লাহি তা’আলা আরবা রাকাতাই সালাতিল আসরি সুন্নাতি মুতুয়াজ্জিহান ইলিয়াজ্জিহাতি কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”
এরপর আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে।হাত বাঁধার পর “আউযুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম” এবং “বিসমিল্লাহির রাহমানির রাহিম”বলে প্রথমে সানা এরপর সূরা ফাতিহা ও অন্য কোন সূরা বা আয়াত মিলিয়ে পড়তে হবে। এরপর”আল্লাহু আকবার” বলে রুকুতে যেতে হবে।
রুকুতে গিয়ে “সুবহানা রাব্বি’য়াল আযিম” কমপক্ষে তিন বার পাঠ করতে হবে। রুকু থেকে ওঠার সময় “সামিআল্লাহু লিমান হামিদা” এবং বসার আগে “রব্বানা লাকাল হামদ” পাঠ করতে হবে।
বসার পর সিজদা করতে হবে, এ অবস্থায় “সুবহানা রাব্বি’য়াল আ’লা” পাঠ করতে হবে কমপক্ষে তিন বার। এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসে “আল্লাহুম্মাগফিরলি ওয়ার হামনি ওয়া দীনি ওয়ার জুকনি ওয়া আসিনি।” বলার পর আবার সিজদা করতে হবে।
এবারও একই দোয়া পাঠ করতে হবে। এরপর সিজদা শেষে একইভাবে দ্বিতীয় রাকাত সম্পন্ন করার পর বসে তাশাহুদ পাঠ শেষে আরও দুই রাকাত নামাজ আদায় করতে হবে।
অতঃপর বসে তাশাহুদ, দরূদ শরীফ ও দোয়া মাছুরা পাঠ করতে হবে। এরপর সালাম ফিরিয়ে মোনাজাত করতে হবে।
চার রাকাত ফরজ:
প্রথমে চার রাকাত ফরজ নামাজের নিয়ত করতে হবে।
নিয়তটি হলো –
“নাউয়াইতুয়ান উছালিয়া লিল্লাহি তা’আলা আরবা রাকাতাই সালাতিল আসরি ফারদুল্লাহি তা’আলা মুতুয়াজ্জিহান ইলিয়াজ্জিহাতি কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”
এরপর পূর্বের চার রাকাত সুন্নাত নামাযের ন্যায় বাকি চার রাকাত নামাজ আদায় করতে হবে।
এভাবেই আসরের নামাজ আদায় করতে হয়।
https://www.incometips.xyz/feeds/posts/default