Educationinfoবাংলা নিউজ

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র

 ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র 

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র

আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে সব গুলার উত্তর আজকে দিব। 

পাসপোর্ট করতে যাবো কি কি কাগজ লাগবে ?

পাসপোর্ট করতে গেলে কত টাকা লাগবে? 

পাসপোর্ট করতে গেলে কি পিতা ও মাতার আইডি কার্ড লাগবে? 

পাসপোর্ট করতে গেলে নিজের জন্ম নিবন্ধন অনুসারে আইডি কার্ড এর কি মিল থাকা লাগবে ? 

আরো অনেক প্রশ্ন সব উত্তর পাবেন আজকে। 

পাসপোর্ট করতে হলে কি কি কাগজ পত্র দরকার

  • ১। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাষিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্ত্রী/স্বামী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।
  • ২। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
  • ৩। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।
  • ৪। যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।
  • ৫। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।
  • ৬। কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
  • ৭। শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।


PASSPORT ONLINE APPLICATION WEBSITE

উপরের কাগজ পত্র সব গুলা নিয়ে পাসপোর্ট অফিসে চলে যাবেন। 

আমি যদি আরেকবার একটু বলি তাহলে আপনাদের সহজ হয়ে যাবে । 

আপনি আপনার নিজের নামে পাসপোর্ট করবেন তাহলে আপনার পিতা ও মাতা এর আইডি কার্ড এর ফটোকবি লাগবে। আপনার পিতা ও মাতার ছবি লাগবে। 

আপনার জন্ম নিবন্ধন এর মুল কপি নিবেন আইডি কার্ড থাকলে আইডি কার্ড এর মুল টা নিয়ে যাবেন। 

আপনার জন্ম নিবন্ধন এর নিচে ইউনিয়ন সিল ও সচিব ও চেয়ারম্যান এর সিল ও সাক্ষর থাকতে হবে। 

আপনার জন্য চেয়ারম্যান এর প্রত্যায়ন পত্র নিতে হবে । সেখানো চেয়ারম্যান এর সিল ও সাক্ষর থাকতে হবে। 

আপনার নিজের ছবি নিতে হবে ৪টা পাসপোর্ট সাইজ এর। আর ৪ টা স্ট্যাম্প ছবি । 

এই সকল কিছু নিয়ে চলে যাবেন আপনার নিকস্থ পাসপোর্ট অফিসে। 

৪৮ পেজ এর পাসপোর্ট করতে হলে আপনার ৮-১০ হাজার খরচ হবে। 

৬৪ পেজ এর পাসপোর্ট করতে হলে আপনার ১২-১৬ হাজার খরচ হবে। 

বাংলাদেশ ই-পাসপোর্ট অনলাইন চেক আবেদন স্থিতি ২০২২

Bangladesh e‑Passport Online Check application status 2022

আরো নতুন কিছু পেতে সাথেই থাকুন। 

ট্যাগসঃ ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী,ই-পাসপোর্ট,ইপাসপোর্ট,ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী ২০২২,ই-পাসপোর্ট ফরম পূরণের জরুরী নির্দেশাবলী,ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী – e passport,ই পাসপোর্ট করার নিয়ম,ই পাসপোর্ট করতে কি কি লাগে,ই পাসপোর্ট ফরম পূরণের সরকারি নিয়ম ২০২২,ই পাসপোর্ট আবেদন করার নিয়ম,কিভাবে ই পাসপোর্ট করতে হয়,ই-পাসপোর্ট ফরম কিভাবে পূরণ করবেন,নতুন পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র,ই-পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে,ই-পাসপোর্ট অনলাইন আবেদন

https://www.incometips.xyz/feeds/posts/default
Back to top button