এশার নামাজ কত রাকাত ও নিয়ম

 এশার নামাজ ১৫ রাকাত। যথা- ৪ রাকাত সুন্নাত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাত, ২ রাকাত নফল ও ৩ রাকাত বিতর।

এশার নামাজের নিয়ম

প্রথমে জায়নামাজের দোয়া পাঠ করতে হবে।

৪ রাকাত সুন্নাত:

এরপর ৪ রাকাত সুন্নাত নামাযের নিয়ত করতে হবে। 

নিয়তটি হলো – “নাউয়াইতুয়ান উছালিয়া লিল্লাহি তা’আলা আরবা রাকাতাই সালাতিল এশায়ি সুন্নাতি রাসূলিল্লাহি তা’আলা মুতুয়াজ্জিহান ইলিয়াজ্জিহাতি কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার”

এরপর আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। তারপর সানা, সূরা ফাতিহা ও অন্য কোন সূরা মিলিয়ে পড়তে হবে। এরপর রুকু করতে হবে এবং এই অবস্থায় সুবহানা রাব্বি’য়াল আযিম কমপক্ষে তিন বার পাঠ করতে হবে।
রুকু থেকে ওঠার সময় সামিআল্লাহু লিমান হামিদা এবং বসার আগে রব্বানা লাকাল হামদ পাঠ করতে হবে। বসার পর সিজদা করতে হবে এবং সিজদায় গিয়ে সুবহানা রাব্বি’য়াল আযিম কমপক্ষে তিন বার পাঠ করতে হবে।
এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসে আল্লাহুম্মাগফিরলি ওয়ার হামনি ওয়া দীনি ওয়ার জুকনি ওয়া আফিনী বলতে হবে। দ্বিতীয় সিজদায় যেতে হবে এবং ঐ একই দোয়া পাঠ করতে হবে।
একইভাবে দ্বিতীয় রাকাত নামাজ আদায় করার পর বসে তাশাহুদ পাঠ করতে হবে এবং আরও দুই রাকাত নামাজ আদায় করতে হবে এবং বসে তাশাহুদ দরূদ ও দোয়া মাসুরা পাঠ করতে হবে অবশেষে মোনাজাত করতে হবে।

৪ রাকাত ফরজ:

প্রথমে চার রাকাত ফরজ নামাজের নিয়ত করতে হবে।

দোয়াটি হলো – “নাউয়াইতুয়ান উছালিয়া লিল্লাহি তা’আলা আরবা রাকাতাই সালাতিল এশায়ি ফারদুল্লাহি তা’আলা মুতুয়াজ্জিহান ইলিয়াজ্জিহাতি কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার”

অতঃপর চার রাকাত সুন্নাত নামাযের ন্যায় বাকি চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে।

২ রাকাত সুন্নাত:

প্রথমে দুই রাকাত এশারের সুন্নাত নামাযের নিয়ত করতে হবে।

দোয়াটি হলো – “নাউয়াইতুয়ান উছালিয়া লিল্লাহি তা’আলা রাকাতাই সালাতিল এশায়ি সুন্নাতি রাসূলিল্লাহি তা’আলা  মুতুয়াজ্জিহান ইলিয়াজ্জিহাতি কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার”

এরপর দুই রাকাত নামাজ আদায় করতে হবে কিন্তু সূরা ফাতিহার পর অন্য কোন সূরা পাঠ করতে হবে না এবং মোনাজাত করতে হবে না।

২ রাকাত নফল:

প্রথমে দুই রাকাত নফল নামাজের নিয়ত করতে হবে।

নিয়তটি হলো – “নাউয়াইতুয়ান উছালিয়া লিল্লাহি তা’আলা রাকাতাই সালাতিল নাফলি মুতুয়াজ্জিহান ইলিয়াজ্জিহাতি কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার “

এবার একইভাবে দুই রাকাত নামাজ আদায় করতে হবে।

৩ রাকাত বিতর:

প্রথমে তিন রাকাত বিতর নামাজের নিয়ত করতে হবে।

নিয়তটি হলো – “নাউয়াইতুয়ান উছালিয়া লিল্লাহি তা’আলা ছালাছা রাকাতাই সালাতিল বিতরি ওজিবুল্লাহি তা’আলা মুতুয়াজ্জিহান ইলিয়াজ্জিহাতি কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার “

এরপর দুই রাকাত নামাজ আদায় করতে হবে এবং তৃতীয় রাকাতে গিয়ে সূরা ফাতিহা ও অন্য কোন সূরা মিলিয়ে পড়ার পর দোয়া কুনুত পাঠ করতে হবে। এরপর একইভাবে বাকি নামাজ আদায় করতে হবে।
https://www.incometips.xyz/feeds/posts/default