জন্ম নিবন্ধন অনলাইন যাচাই ও অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করার উপায়
আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা জানতে চাচ্ছেন ?
আপনার জন্ম নিবন্ধন হাতে লেখা তবুও জেনে নিন অনলাইনে আছে কিনা ?
আবার আপনি জেনে নিন আপনার জন্ম নিবন্ধন বাংলা ও ইংলিশ দুই দিক অনলাইন কিনা।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক
উপরের সব বিষয় জানতে আজকের আমার এই টিপস।
প্রথমে নিচের লিংকে চলে যান।
তারপর কিছু ফাকা বক্স দেখতে পারবেন। সেই বক্স গুলা আপনার পূরন করতে হবে তারপর সাবমিট করতে হবে।
চলুন শুরু করি কিভাবে কি করা যায়।
জন্ম নিবন্ধন অনলাইন থেকে প্রিন্ট করুন
শুধু জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই |
প্রথম বক্স আপনার জন্ম নিবন্ধন নাম্বার লিখুন।
২য় বক্স আপনার জন্ম তারিখ লিখুন।
৩য় বক্স উপরে যে অংক আসবে তার ফলাফল বের করে বসিয়ে দিন।
এবার আপনার রেজাল্ট দেখতে পারবেন উপরের মত।
উপরের টা দেখুন বাংলা আছে সব কিছু। কিন্তু ইংলিশ নাই। তাই ইংলিশ এর জন্যে আবেদন করতে হবে।
এবার আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন প্রিন্ট করতে পারেন।
প্রিন্ট করতে চাইলে Ctrl+ p ক্লিক করে করতে পারবেন।
আরো নতুন কিছু পেতে সাথেই থাকুন।
https://www.incometips.xyz/feeds/posts/default