জেনে নিন সঠিক ভাবে বাংলা আর্টিকেল লেখার নিয়ম

জেনে নিন সঠিক ভাবে বাংলা আর্টিকেল লেখার নিয়ম 

জেনে নিন সঠিক ভাবে বাংলা আর্টিকেল লেখার নিয়ম

বিষয় বা নিশ নির্ধারণঃ

আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে যে , আপনি কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন। প্রথমে ঐ বিষয়ে আপনি গুগল ১০ টি ব্লগ পড়ে ধারণা নিতে পারেন ।

আর্টিকেলের জন্য সঠিক কী-ওয়ার্ড রিসার্চঃ

যে কোন একটি ব্লগ ওয়েবসাইট মুলত ব্লগের উপর নির্ভর করে রেঙ্ক করে। keyword research আর্টিকেল লেখার প্রথম এবং প্রধান ধাপ। আপনি যদি একটি সঠিক কী- ওয়ার্ড পছন্দ করতে পারেন তাহলে আপনার পোষ্ট টপে আসার
সম্ভাবনা অনেক বেশি । নিম্নে কী-ওয়ার্ড রিসার্চ করার সবচেয়ে বেষ্ট টুল লিস্ট দেওয়া হলো ।
ubersuggest
google keyword planner .

কী-ওয়ার্ড টার্গেট করে বাচাই করাঃ

আপনি কী- ওয়ার্ড বাচাই করবেন ২ ভাবে। একটি থাকবে আপনার মেইন বা প্রধান টার্গেট অন্য ভাবে থাকবে আপনার ৩,৪ টা সহকারী কী-ওয়ার্ড। বাংলা প্রতিটা কী-ওয়ার্ড এর সার্চ খুব কম তাই আপনার একসাথে ৪,৫ কী -ওয়ার্ড ফোকাস করতে হবে ।

আর্টিকেল লেখার নিয়ম কেন জানা জরুরী ঃ

প্রথমে আপনার কে কী- ওয়ার্ড বাচাই করে , আপনাকে আর্টিকেল লেখার নিয়ম মেনে লিখতে হবে । আপনাকে জানতে হবে গুগল এ একটি পোষ্ট কি কি কারণে রেঙ্ক করে। তাই আপনি নিম্নের বিষয় গুলো ধারাবাহিক ভাবে মেনে চলে লিখতে হবে ।

এস ই ও ফ্রেন্ডলি টাইটেল ঠিক করাঃ

টাইটেল খুব গুরুত্ব পূর্ণ । তাই আপনাকে খুব আকর্ষণীয় ভাবে টাইটেল দিতে হবে।
আমাদের কে ৬০ কক্ষরের মধ্যে টাইটেল লিখতে হবে ।
প্রতিটা পেজের আলাদা আলাদা টাইটলে থাকতে হবে।
আপনাকে অবশ্যই focusing-keywords টাইটলের প্রথমে থাকতে হবে

মেটা ডিস্কিপশন ঃ

Yoast plugins post ব্যবহার করে খুব সহজে মেটা description লিখতে পারবেন
you can write only “160 characters”
add your main focusing keyword
avoid duplicate meta description
make it specific and relevant

সাব টাইটেল বা সাব হেডিংঃ

একটি ব্লগে আপনাকে h1 ট্যাগ শুধু টাইটেল এ একবার মাত্র ব্যবহার করতে করতে পারবেন । সাব হেডিং এ h2,h3 বা h4 ব্যবহার করতে পারেন । এইটি আপনার পোষ্ট কে রেঙ্ক করাতে অনেক দরকার।
H1 H2 — H6 use for best rank
h1 tag শুধু একবার ব্যবহার করা যাবে টাইটেল এর মধ্যে (সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ )
একটি পেজের জন্য শুধু একবার ব্যবহার করা যাবে
পেজের মূল বিষয় প্রকাশ পাবে h1 tags মধ্যে।
H1 ট্যাগ ২০ থেকে ৭০ অক্ষরের মধ্যে লিখতে হবে
যেন H1 tags এর মধ্যে focusing keyword থাকে
কনটেন্ট এ অবশ্যই h১ h২ h৩ হেডিং টাইটেল এ আপনার কীওয়ার্ড ব্যবহার করবেন

Image Optimization for SEOঃ

একটি ওয়েবসাইট আর্টিকেল লেখার নিয়ম জানা যেমন দরকার তেমনি এর জন্য ইমেজ অপ্টিমাইজেশন খুব গুরুত্ব পূর্ণ ।
select the right image
Scale image ( ইমেজ এর উচ্চতা ও প্রশস্ত কে বুজায়)
Optimize Image Size ( একটি ইমেজ কত MB or KB তা বুজায়, চেষ্টা করতে হবে যে যত ছোট রাখা যায়)
image file Name- যে নামে আমরা যেকোনো ইমেজ যে সেভ করি তা বুজায়। ( খুব গুরুত্বপূর্ণ তা যেন focusing keyword হয়)
image Alt Text ( এইটি SEO জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ )
ইমেজ আপনি “height ৬০০” width ১২০০ কিন্তু ১০০ kb এর নিচে ইমেজ রাখবেন। তার জন্য আপনি ইমেজ কম্প্রেস করে kb কমিয়ে নিয়েন।
নোটঃ কোন ভাবে কপিরাইট ইমেজ ব্যবহার করা যাবে না । যেমন অন্যজনের ওয়েবসাইট বা গুগল থেকে ইমেজ ব্যবহার করা যাবে না । তাই করে আপনি আপনার ওয়েবসাইট এর অনেক সমস্যা হবে আপনার ওয়েবসাইট রেঙ্ক করবে না । তাই আপনি ইমেজ অপটিমাইজেশন ব্লগ টি দেখে আসেন।

Internal links:

internal links হল নিজের ওয়েবসাইট এর ভিতরের অন্য পেজের বা পোষ্টের লিঙ্কস।
একটা আর্টিকেলে যতো বেশি রিলেভেন্ট ইন্টারনাল লিংক থাকবে,সে পোষ্ট আর্টিকেলটা সার্চ ইঞ্জিনে ততো বেশি ভেলু পাবে
দ্রুত ইনডেক্স হবে, সার্চ কনসল দ্রুত কিওয়ার্ড পিক করবে।
নোট ঃ আপনি ইন্টারনাল লিঙ্ক যেনও পোষ্ট এর সাথে রিলেটেট থাকে, সবচেয়ে ভালো হয় আপনার যে কী- ওয়ার্ড রেঙ্ক করে ঐ পোষ্ট internal link যোগ করার চেষ্টা করবেন। এতে করে আপনার অন্য পোষ্ট রেঙ্ক করার সহজ হবে ।
Outbound links for SEO (external links)
high authority site outbound links
link to the related niche site
if your content is 500 words you could use 3-5 outbound links
if you promote affiliate product make sure your outbound links nofollow

কীওয়ার্ড ডেনসিটি :

কনটেন্ট এ আপনি ১০০০ ওয়ার্ডস এ ১ বার বা ২ বার প্রাইমারি কীওয়ার্ড ব্যবহার করবেন।
আপনার কীওয়ার্ড প্রথম ১৫০ ওয়ার্ডস এর মধ্যে অবশ্যই বসবে

Tags: আর্টিকেল লেখার নিয়ম,চেক লেখার নিয়ম বাংলা,ডাচ বাংলা ব্যাংক চেক লেখার নিয়ম,বাংলায় চেক লেখার নিয়ম,কিভাবে একজন আর্টিকেল রাইটার হবো,আর্টিকেল রাইটিং,গ্রামারের নিয়ম না জেনেও,ওয়েবসাইট বানানোর নাড়ি নক্ষত্র জেনে নিন,চেক লেখার নিয়ম,ক্রস চেক লেখার নিয়ম,আর্টিকেল লিখে আয়,আর্টিকেল রাইটার,আর্টিকেল,আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশ,ইউটিউব চ্যানেল খোলার নিয়ম,আর্টিকেল লিখে আয় করার সাইট,বাংলা লেখা ইংরেজি হবে,আর্টিকেল অফ এসোসিয়েশন,বাংলায় বললে ইংরেজিতে লেখা হয়ে যাবে

https://www.incometips.xyz/feeds/posts/default