Baby KobitaEducation

জেনে নিন Principal Verb কাকে বলে ? কত প্রকার ও কী কী ?

জেনে নিন Principal Verb কাকে বলে ? কত প্রকার ও কী কী ?

Principal Verb কাকে বলে  কত প্রকার ও কী কী

Principal Verb কাকে বলে?



যে verb গুলি অন্যকোন verb এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে  ব্যবহৃত হয় তাকে Principal Verb বলে।
যেমনঃ-  I went there.
am a student.
I did the work.
উপরোক্ত  verb  গুলো  অন্য verb এর সাহায্য ছাড়া নিজে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে বিধায় উপরোক্ত Verb টি Principal Verb বা মুখ্য ক্রিয়া।



Principal Verb এর প্রকারভেদঃ



a) Transitive Verb (সকর্মক ক্রিয়া): 


যে verb এর কাজ সম্পাদনের জন্য subject বা কর্তা ছাড়াও object বা কর্মের প্রয়োজন হয় তাকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া বলে। Transitive Verb এর object বা কর্ম থাকে।

অর্থাৎ যে verb এর জন্য বাক্যে object থাকে সেটা Transitive Verb  বা সকর্মক ক্রিয়া।
I am eating rice.
We are playing cricket.
I saw a man.
উপরোক্ত ৩ টি sentence এ rice, cricket এবং man হচ্ছে যথাক্রমে object. অর্থাৎ verb এর জন্য বাক্যে object বা কর্ম আছে। তাই উপরোক্ত ৩ টি sentence এর verb গুলোকে আমরা Transitive Verb  বা সকর্মক ক্রিয়া বলতে পারি।

b) Intransitive Verb (অকর্মক ক্রিয়া):  


যে verb এর কাজ সম্পাদনের জন্য subject বা কর্তা ছাড়া object বা কর্মের প্রয়োজন হয় না তাকে Intransitive Verb বা অকর্মক ক্রিয়া বলে। Intransitive Verb এর object বা কর্ম থাকে না।
অর্থাৎ যে verb এর জন্য বাক্যে object এর দরকার হয়না সেটা Intransitive Verb  বা অকর্মক ক্রিয়া।
( ক্রিয়াকে  ‘কি’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কর্ম )
She is swimming in the pond. সে পুকুরে সাঁতার কাটছে।
The birds are flying in the sky. পাখিরা আকাশে উড়ছে।
বাক্যদ্বয়ে কোন object নেই। তাই বাক্যদ্বয়ের  verb কে  Intransitive Verb  বা অকর্মক ক্রিয়া বলতে পারি।

***Transitive Verb ও Intransitive Verb এর কিছু ব্যবহারঃ


১। বেশিরভাগ Verb সাধারনত Transitive ও Intransitive উভয়ভাবেও ব্যাবহৃত হয়।
Transitive= The horse kicked the man.
Intransitive= The horse never kicks.
প্রথম বাক্যে the man হচ্ছে object আর দ্বিতীয় বাক্যে কোন object নেই।
২। কখনো কখনো  Reflexive Pronoun object হিসেবে ব্যবহৃত হয় বা উহ্য থাকে।
The man killed himself.
The bubble burst (itself).
৩। কয়েকটি verb এর transitive ও intransitive এ বানানের পরিবর্তন হয়।


Transitive Intransitive
Lie still on bed. Lay the basket there. (lay= cause to lie)
Sit there idly. Set the lamp on the table.
Many trees fall the storm. The woodcutters fell trees.



৪। কিছু কিছু intransitive verb এর পর preposition যুক্ত হলে  transitive হয়। একগুলোকে Prepositional verb  বা  group বলে।
All his friends laughed at him.
Please look into the matter.


৫। কখনো কখনো verb পূর্বে  preposition যুক্ত হলে  transitive হয়।
The river overflows its banks.
They determined to withdraw the strike.


৬।কিছু Intransitive verb যেমন come, go, fall, asleep, lie ইত্যাদি কখনোই  Transitive হয়না। কিন্তু কিছু Transitive verb  যেমন be, become, seem, grow, taste ইত্যাদি অর্থ  সম্পূর্ন করার জন্য অন্য word নিতে হয়।

জেনে নিন Principal Verb কাকে বলে  কত প্রকার ও কী কী

Principal Verbs (Transitive and Intransitive)

নিচের বাক্য গুলো লক্ষ করো:
1. I swim in the pond.
2. They help them in many ways.
3. You forgot my name.
4. We got down from the bus.
5. He spoiled my plan.
ওপরের bold করা word গুলো হলো Verb বা ক্রিয়া। এই verb গুলো নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং এদের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো verb-এর সাহায্যের প্রয়োজন হয় না। তাই এরা Principal Verb। তাহলে যায় যে Verb স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Verb বা Main Verb বলে। Principal Verb-কে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
i. Transitive Verb
ii. Intransitive Verb
ℹ️

Transitive verb;

নিচের বাক্যগুলো লক্ষ করো:
1. I drink milk.
2. He scolded me.
She likes to draw pictures.
I love gardening.
They enjoyed an interesting movie.
He helps the poor.
He told me that I was mistaken.
ওপরের underline করা verb গুলোর কাছে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে আমরা milk, me, to draw pictures, gardening, an interesting movie, the poor, that I was mistaken – এ উত্তরগুলো পাই।
অর্থাৎ, বাক্যগুলোতে verb গুলোর কাজ শুধু subject-এর মাঝে সীমাবদ্ধ না থেকে তা word, phrase বা clause-এ বিস্তৃত হয়ে গেছে। এ ধরনের verb-কে বলা হয় Transitive Verb আর verb গুলো যে word, phrase বা clause-এ বিস্তৃত হয়ে গেছে, তাদের বলা হয় object। Object সাধারণত Transitive Verb-এর পরে বসে বাক্যের অর্থ সম্পূর্ণ করে।
অতএব, যে verb-এর অর্থ কোনো subject-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য কোনো word-এ বিস্তৃত হয়ে যায় অর্থাৎ, যে verb object-এর সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাকে Transitive Verb বলে।
ℹ️ℹ️

Intransitive Verb;

নিচের বাক্যগুলো লক্ষ করো:
The baby sleeps.
I work in the garden.
Cows graze in the field.
ওপরের বাক্যগুলোতে sleeps, work, graze-verb গুলো subject কী করে তা সম্পূর্ণরূপে প্রকাশ করছে এবং এজন্য কোনো object-এর সাহায্য নিতে হচ্ছে না। এগুলো Intransitive Verb। এসব verb-এর কোনো কর্ম থাকে না।
অতএব, যে সব verb-এর কাজ subject-এর মাঝে সীমাবদ্ধ থাকে অর্থাৎ, যে verb কোনো object-এর সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে Intransitive Verb বলে।

আরো নতুন নতুন টিপস ও এই রকম শেখার কিছু জানতে চোখ রাখুন ইনকাম টিপস সাইটে। 

Tags: parts of speech কাকে বলে? কত প্রকার ও কি কি ?,verb কত প্রকার ও কি কি,sentence কাকে বলে কত প্রকার ও কি কি,সেনটেন্স কত প্রকার ও কী কী,present tense কত প্রকার ও কী কী,sentence কাকে বলে কত প্রকার ও কী কী এবং এগুলোর বাংলা অর্থসহ উদাহরণ |,principal verb কত প্রকার,verb কাকে বলে,sentence কত প্রকার,পদ কত প্রকার ও কি কি,main verb কাকে বলে,finite verb কাকে বলে,verb কত প্রকার?,be verb কাকে বলে,non finite verb কাকে বলে,auxiliary verb কত প্রকার,intransitive verb কাকে বলে

https://www.incometips.xyz/feeds/posts/default
Back to top button