পাসপোর্ট হয়েছে কিনা কিভাবে জানবো ই-পাসপোর্ট অনলাইন চেক
আজকে জানবো আমরা পাসপোর্ট চেকিং করবো কিভাবে অথবা Mrp পাসপোর্ট হয়েছে কিনা তা জানবো এই টিপস এর মাধ্যমে। চলেন শুরু করি।
পাসপোর্ট করতে কি কি কাগজ পত্র লাগে তা জনাতে এই খানে ক্লিক করুন।
আপনার পাসপোর্ট হয়েছে কিনা জনবেন কিভাবে ?
https://www.epassport.gov.bd/authorization/application-status
আপনি যখন আপনার পাসপোর্ট নিতে বা রিনিউ করতে যাবেন তখন আপনাকে একটি ফর্ম বা কাগজ দেওয়া হবে, কাগজটি নিচের মত দেখাবে।
উপরের ছবিতে, ফর্ম স্লিপের উপরে, ডানদিকে প্রশ্নোত্তর কোডটি দেখুন। সেখানে নম্বরটি আপনার আবেদন নম্বর। চেক করার জন্য আপনার সেই নম্বর এবং আপনার জন্ম তারিখের প্রয়োজন হবে।
চেক বাটন এ ক্লিক করার পর আপনার পাসপোর্ট এর রেজাল্ট উপরে দেখতে পারবেন। নিচের মত
আপনার পাসপোর্ট এর যেকোন সমস্যা হলেও দেখতে পারবেন। তাহলে আমরা দেখলাম কিভাবে নিজের পাসপোর্ট চেক করলাম ও কিভাবে অনলাইনে যে কারো পাসপোর্ট চেক করা যায়।
আরো নতুন নতুন এই রকম টিপস পেতে www.incometips.xyz সাথেই থাকুন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।