পূর্বাকাশে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সময় থাকে। ফজরের নামাজ চার রাকাত যথা- দুই রাকাত সুন্নত ও পরে দুই রাকাত ফরজ।
ফজরের নামাজের নিয়ম
প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে যায় জায়নামাজের দোয়া পড়তে হবে। দোয়াটি হল-
আরবি উচ্চারণঃ ىْ فَطَرَالسَّمَوَتِ وَاْلاَرْضَ حَنِيْفَاوَّمَااَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
বাংলা উচ্চারণঃ ইন্নি ওয়াজ্জাহাতু ওজহিয়া লিল্লাযী ফাতারাচ্ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন ।
অর্থঃ নিশ্চই আমি তাঁহার দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন । আমি মুশরিকদিগের দলভুক্ত নহি ।
প্রথমে দুই রাকাত সুন্নত:
এরপর দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করতে হবে। নিয়তটি হল-
“নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্বার।”
আল্লাহু আকবার বলে হাত ধরতে হবে মেয়েরা বুকের উপর হাত বাঁধবে আর ছেলেরা নাভির উপর। এরপর “আয়ুযুবিল্লাহি মিনাশশাইতনির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম” বলার পর সানা পড়তে হবে।
সানাটি হলো-” আল্লাহুম্মা অবিহামদিকা ওতা বারাকাসমুকা অতালা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা
এরপর সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপর একটি সূরা পাঠ করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে রুকু করতে হবে। রুকু করা অবস্থায় “সুবহানা রাব্বিয়াল আজিম” বলতে হবে তিনবার করে।
এরপর রুকু থেকে ওঠার সময় “সামিআল্লাহু লিমান হামিদা” এবং বসার আগে “রব্বানা লাকাল হামদ” বলতে হবে। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। এ অবস্থায় “সুবহানা রাব্বিয়াল আলা” বলতে হবে তিনবার করে। এরপর সিজদা থেকে উঠে বসতে হবে।
এপর্যায়ে বসা অবস্থায় বলতে হবে “আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়া দীনি ওয়ার জুকনি ওয়া আফিনী।”দ্বিতীয়বার আবার সিজদায় যেতে হবে। এ অবস্থায় একই দোয়া পাঠ করতে হবে।
এরপর সেজদা থেকে উঠে বসতে হবে। পুনরায় বুকে হাত বা নাভির উপরে হাত বাঁধতে হবে। কিভাবে সিজদায় যেতে হবে। এরপর সিজদা শেষের বসে তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পাঠ করতে হবে।
এরপর ডানে বামে সালাম ফেরাতে হবে সালাম ফেরানোর সময় “আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ” বলতে হবে। সালাম ফিরানোর শেষে মোনাজাত করতে হবে।
দুই রাকাত ফরজ:
প্রথমে ফজরের দুই রাকাত ফরজ নামাজের দোয়া পাঠ করতে হবে।
দোয়াটি হল-“নাওয়াইতুয়ান উসালিয়া লিল্লাহি তা’আলা রাকাতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তা’আলা মুতুয়াজ্জিহান ইলিয়াজ্জিহাতি কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”
এরপর নামাজের বাকি নিয়ম উপরোক্ত সুন্নত নামাজের মতই আদায় করতে হবে।
https://www.incometips.xyz/feeds/posts/default