বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে কিছু নিউজ হলো অথবা সাধারণ জ্ঞান

 আগেই বলেছি উপন্যাস আধুনিককালের সৃষ্টি বাংলা সাহিত্যের মাত্র দুইশত বছর আগে ইংরেজি উপন্যাস এর আদলে উপন্যাস রচনার সূত্রপাত ঘটে ।তবে অনেকের খুঁজে পেয়েছেন সংস্কৃত কাহিনী কাব্য পঞ্চতন্ত্র ও জাতকের গল্প মধ্যযুগের রূপকথা ময়মনসিংহ গীতিকা রোমান্টিক কাহিনী কাব্য সাহিত্যে মঙ্গলকাব্য আরব্য উপন্যাস প্রকৃতি রচনা এ।

বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে কিছু নিউজ হলো অথবা সাধারণ জ্ঞান

দেখলে আধুনিককালের পূর্বে বাংলা উপন্যাসের কোন নিদর্শন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে কলকাতা কেন্দ্র করে। একদিকে ব্যাপক নগরায়ন অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে ইউরোপীয় শিক্ষার প্রভাবে মানবিকতা ব্যক্তিস্বাতন্ত্র্য শিক্ষা ও সাময়িক পত্রের প্রশ্ন সমাজ সচেতনা ইত্যাদি বৃদ্ধি পায়।

 নানা শ্রেণি-পেশার মানুষ দ্বারা সমাজকর্মের জটিল হয়ে পড়ে নতুন কালের মানুষ নতুন সমাজের কথা প্রকাশ্যে রূপগঞ্জ অনুভব করতে থাকে এর প্রভাবে উদ্যোগে উপন্যাসের অনেকে মনে করেন আহানা ক্যাথেরিন মূল অংশের (১৮২৬_৬১) লেখা ফুলমণি ও করুণার বিবরণ (১৮৫২) হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কে।

।কেউ আবার প্যারীচাঁদ মিত্রের আলোর ঘরের দুলাল (১৮৫৮) এরমধ্যে উপন্যাসের লক্ষণ খুঁজে পেয়েছেন ।তবে সবাই মেনে নিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৩৮_৯৪) দুর্গেশ নন্দিনী (১৮৬৫)হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ।বঙ্কিমচন্দ্র প্রকৃতপক্ষে আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা উপন্যাসের সমস্ত লক্ষণ তার উপন্যাস দেখা যাবে।

 তিনি ঐতিহাসিক উপন্যাস লিখেছেন লিখেছেন সামাজিক উপন্যাস সমাজের নানা অসঙ্গতি ব্যক্তির কামনা-বাসনা বেদনা ওয়ন্দের কথা চমৎকার ভাবে ফুটে উঠেছে তাঁর উপন্যাসের কাহিনী বর্ণনা চলচ্চিত্র ভাষায় ইত্যাদি এক্ষেত্রে তিনি সাফল্য দেখিয়েছেন তিনি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস কপালকুণ্ডলা বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল ইত্যাদি।

বাংলা উপন্যাসের আরেক কৃতিমান লেখক রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১_১৯৪১)বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি উপন্যাস রচনায় তার সাফল্য ঈর্ষণীয় ব্যক্তির মননের অপূর্ব সমন্বয় রবীন্দ্রনাথের উপন্যাস। গুলো চরিত্রগুলো সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে অন্যদিকে রবীন্দ্রনাথের উপন্যাস পাওয়া গেল।

 নতুন কালের নারী ও পুরুষকে মানবিকতার দ্বারা দীক্ষিত হয়ে তারা সামাজিক সংস্কারে রশিকার করছে নারী-পুরুষের সমানাধিকার এর ভিত্তিতে অর্জন করতে চাইছে আত্মপ্রতিষ্ঠা জরুরত হে জাইসে উপন্যাসিক শাসনের অবসান কাহিনী নির্মাণ চরিত্র-চিত্রন ভাষার নিরীক্ষকের প্রতিফলন মনোবিশ্লেষণ ইত্যাদি ।

দিক থেকে রবীন্দ্রনাথের উপন্যাস গুলো উল্লেখযোগ্য তার লেখা বহুল আলোচিত উপন্যাস হচ্ছে চোখের বালি ঘরে বাইরে চার অধ্যায় যোগাযোগ।

https://www.incometips.xyz/feeds/posts/default