মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা ও রচনাসমগ্র

 ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিন। ১৯৭১সালের এই দিনে আমাদের এই মহান বিজয় অর্জিত হয়েছে। বিজয় অর্জন করতে গিয়ে আমাদের দেশের লক্ষাধিক নারী-পুরুষ-শিশু তাদের মূল্যবান জীবনকে উৎসর্গ করেছে। 

তাদের স্মরণে কিছু কবিতা , গান ও রচনা লেখা হয়েছে। তারই মধ্যে কিছু কবিতা ,গান ও রচনা সম্পর্কে আমি লিখতে যাচ্ছি। যদিও কবিতাও গানগুলা আমার নিজের লেখা নয় এগুলো আমার সংগ্রহ।

তাদের সম্মানে অর্থাৎ শহীদদের সম্মানে এই কবিতা গান ও রচনাগুলো লেখা হয়েছে তাই আমার মনে হয় এই কবিতা গান ও রচনাগুলো সম্পর্কে অর্থাৎ আমাদের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মের শিশুদের জানা উচিত। এখন আমি যে কবিতা গান রচনা গুলো লিখতে যাচ্ছি যেহেতু সেগুলো আমার সংগ্রহের তো এতে কিছুটা ভুল হলে তা  ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

বিজয় দিবস সম্পর্কিত কিছু কবিতা

বিজয়ের দিন

তাসনিয়া আহমেদ
বাংলাদেশে পাক সেনাদের আসন যেদিন টলে,
সেদিন তাকে আজকে সবাই ‘বিজয় দিবস’ বলে।
বিজয় কিন্তু অনেক দামি ;সহজলভ্য নয়।
মুক্তি সেনা বিজয় আনে জয় করে সব ভয়।
লাল সবুজের পতাকাটার আজকে খুঁটি শক্ত;
আনতে সেটা বীর সেনারা দিয়েছিল রক্ত।
বাংলা মায়ের বীর সেনারা ভয় পায় না মোটে।
তাদের থেকে মোদের মুখে বিজয় স্লোগান ফোটে।
বিজয় দিবস রক্তে ধোয়া, বীর শহীদের স্মৃতি।
বিজয় নিয়েই আজকে লেখা কবিতা আর গীতি।
বিজয় লেখা  ফুলে পাতায়, বিজয় সবুজ ঘাসে।
বছর ঘুরে এদিন যেন বারে বারে আসে।

১৬ই ডিসেম্বর

তানজিম এ আল আমিন

বছর ঘুরে আবার এলো ১৬ই ডিসেম্বর
বিজয় গানে উঠল মেতে মানুষ আপামর।
একাত্তরের সেই সে বিজয়
করলো স্বাধীন সকল হৃদয়
শোষণ ত্রাসন করল বিদায়
করলো নতুন সূর্য উদয়।
সেই সূচনায় আমরা সবাই স্বাধীন নিরন্তর,
বছর ঘুরে আবার এলো ১৬ই ডিসেম্বর।

বিজয় ডিসেম্বর

সিফাত আহমেদ
লাল সবুজের স্মৃতি ঘেরা নিশান আমার উড়ে,
কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে।
মাগো তোমার চোখের জলে,
জয় বাংলা ধ্বনি তুলে,
হাজার ছেলে প্রাণ দিল ওই নতুন আশার ভোরে।
রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।
মাগো তুমি হায়েনা ভয়ে কাঁদছো দেখে তাই,
তোমার ছেলে ঘর ছেড়েছে তোমায় দিতে ঠাই।
বিশ্ব মাঝে উচ্চাসনে,
পাক বাহিনীর নির্যাতনে,
আর হবে না শোষণ এবার তোমার আপন ঘরে।
রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।

বিজয় দিবস সম্পর্কিত কিছু গান

এক সাগর রক্তের বিনিময়ে

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না । দুঃসহ এ বেদনার কন্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিড়লে যারা আমরা তোমাদের ভুলবো না। 
যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির এ বারতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না। কিষাণ কৃষাণীর গানে গানে পদ্মা মেঘনার কলতানে বাউলের একতারাতে আনন্দ ঝংকারে তোমাদের নাম ঝংকৃত হবে। নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারী রবে, আমরা তোমাদের ভুলবো না।

আমি বাংলায় গান গাই

আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই ,আমি বাংলায় গান গাই, আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন ,আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি, এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
আমি বাংলায় কথা কই ,আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি ,বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় চিৎকার, বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীরধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি । আমি যা কিছু মহান বরণ করেছি শ্রদ্ধায় মেশে, তের নদী সাত সাগরের
জলগঙ্গায় পদ্মায় বাংলা আমার ,তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি ,বারবার দেখি, দেখি বাংলার মুখ।

একবার যেতে দেনা

একবার যেতে দে না একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়।যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।পিদিম জ্বালা সাঁঝের বেলা শান বাঁধানো ঘাটে।
গল্প কথার পানশী ভিড়ে রূপ কাহিনীর বাটে। মধুর মধুর মায়ের কথায় প্রান জুড়িয়ে যায়। ফসলভরা স্বপ্নে ঘেরা পথ হারানো ক্ষেতে। মৌ মৌ গন্ধ যেথায় বাতাস থাকে মেতে। মমতারই শিশির গুলো জড়িয়ে থাকে পায়।


https://www.incometips.xyz/feeds/posts/default