মালয়েশিয়া যেতে কত বছর বয়স ও কত টাকা লাগে কি কি কাজ করতে হয় সকল কিছু জানুন
চলেন আজকে আমরা অনেক কিছু জেনে আসি। শুরু করি।
মালয়েশিয়া যেতে কত বছর বয়স
মালয়েশিয়াতে যেতে আপনার বয়স লাগবে ২১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত যেতে পারবেন। আপনাকে মালয়েশিয়া যেতে হলে আপনাকে আইডি কার্ড বানাতে হবে না হলে আপনাকে জন্ম নিবন্ধন বানাতে হবে।
এই সকল কাজের আগে আপনাকে প্রথমেই পাসপোর্ট করতে হবে ।
পাসপোর্ট করতে কত টাকা লাগে ? পাসপোর্ট কত দিনে পাবো
মালয়েশিয়া যেতে হলে আপনার 3 লাখ 40 হাজার টাকা লাগতে পারে। মালয়েশিয়া যাওয়ার জন্য আপনার যদি আরেকটু ভালোবাসার আশা করেন তাহলে আপনাকে 4 লাখ থেকে 4 লাখ 50 হাজার টাকা লাগতে পারে।
অনেক সময় অনেক দালাল এর চেয়ে বেশি টাকা নিয়ে থাকে তাই সতর্ক থাকুন।
অতি দ্রুত মালয়েশিয়া শ্রমিক পাঠাতে পারে আবারও বাংলাদেশ। সরকারি সূত্রে জানা গেছে যে, মালয়েশিয়া শ্রমিক পাঠাতে পারে শীগ্রই বাংলাদেশ সরকার সম্পর্কে আশ্বাস দিয়েছে মালায়েশিয়া গভমেন্ট। মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকরা বনায়ন, শিল্প উন্নয়ন ও বিভিন্ন খাতে কাজের সুযোগ পাবে। বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় কমপক্ষে 7 বছর থাকতে পারবে।
কারন তারা অতিরিক্ত টাকা চার্জ করে মানুষের কাছ থেকে। বিদেশে কর্মের জন্য যায় মধ্যবিত্ত বা এর নিম্ন শ্রেণীর গরীব মানুষ জন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকারই 800 টি এজেন্সি রয়েছে। সেই এজেন্সি থেকে আমরা বাছাই করে অল্প কিছু এজেন্সির মাধ্যমে শক্তি রপ্তানি করব মালয়েশিয়া তাতে মানুষের খরচ কমবে এবং সরকারিভাবে অনেকটা লাভজনক হওয়া যাবে।
মালয়েশিয়া থেকে আগত 9 সদস্য দলের সাথে বৈঠকে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালাইশিয়ার হাইকমিশনার নুর আশিকিন বিনতে মোহাম্মদ তায়েব, ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মোস্তফা বিন হাজিআলি, মানব সম্পদ মন্ত্রণালয়ের উপমহাসচিব শাহনিয়ার বিন দারসমান, আরো ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রবিষয়ক জেফরি পেন, মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রধান সচিবের সহকারি, আরও ছিলেন রবার্ট আনান জাহান তিনি হলেন মানব সম্পদ মন্ত্রীর বিশেষ কর্মকর্তা।
এদিকে বাংলাদেশের পক্ষ থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল ছিল তারা হল:- সেলিম রেজা, বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, মেরিল্যান্ড মোঃ আকরাম হোসেন, যুগ্মসচিব নারায়ন চন্দ্র বর্মা, মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি, প্রশিক্ষণ কার্যালয়ের মহাপরিচালক বেগম শামসুন্নাহার, যুগ্ম সম্পাদক মোঃ বাদল আল আরেফিন, মন্ত্রীর একান্ত সচিব মো মহসিন চৌধুরী।
আলোচনা বৈঠক শেষে জানিয়েছেন যে ইন্টারনেটের সকল কাজকর্ম শেষ করা হয়েছে আগামী মাসের 10 তারিখের দিকে শ্রমিক মালয়েশিয়া যেতে পারবে। আশা করি প্রিয় পাঠক আমার এই পোস্টের মাধ্যমে আপনারা কিছুটা হলেও তথ্য পেয়েছেন।
মালয়েশিয়া ভিসা কবে খুলবে সে বিষয়ে আলোচনা করা হলো
মালয়েশিয়ার ভিসা কবে খুলবে এই আশায় আমরা অনেকেই অপেক্ষায় আছি। এত অপেক্ষা করার পর প্রায় তিন বছর পর আবারো খুলছে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের সাথে হাজার 19 ডিসেম্বর 2021 একটি চুক্তি স্বাক্ষর করা হয়। মালয়েশিয়ার ভিসা খুলবে 10 জুলাই 2022। এরপর থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক যেতে পারবে। বর্তমানে বাংলাদেশের অনেক শ্রমিক মালয়েশিয়ায় কর্মরত আছে।
1 বছর পূর্বে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের যাদের আকামা ছিল না তাদেরকে অ্যারেস্ট করে দেশে পাঠিয়ে দিয়েছিল। তাহলে কেন তারা এখন বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চাইছে। তার কারণ হলো বর্তমানে মালয়েশিয়ায় রবিউল খুব কম তাই বর্তমানে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার উদ্যোগ নিয়েছে। মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা দিচ্ছে এক নাম্বারে তাহলো।
* কৃষি ক্ষেত্র:- কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে মালয়েশিয়ার পাম চাষ করা হয় অনেক। পাম থেকে অয়েল তৈরি করা হয় তাই মালয়েশিয়ায় বর্তমানে পাম চাষের জন্য দক্ষ কর্মী অনেক অভাব বর্তমানে বাংলাদেশ থেকে পাম চাষের এর জন্য দক্ষ কর্মী নেওয়া হবে।
* নির্মাণ শ্রমিক:- কারণ মালয়েশিয়ার প্রচুর পরিমাণে বিল্ডিং নির্মাণ করা হয়। তাই বর্তমানে নির্মাণ শ্রমিক নেওয়া হবে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে।
* বিভিন্ন সেবামূলক ক্ষেত্রে শ্রমিক নিয়োগ:- বিভিন্ন সেবামূলক ক্ষেত্রে শ্রমিক নিয়োগ তাহলো যেমন হোটেল-রেস্টুরেন্ট ও অন্যান্য বিষয় কারণ করোনাকালীন মহামারীতে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। বর্তমানে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে সেবামূলক শ্রমিক দরকার তাই বাংলাদেশ থেকে সেবামূলক শ্রমিক নেবে মালয়েশিয়া।
Tags: মালয়েশিয়া যেতে কত বছর বয়স লাগে,ওমান যেতে কত বছর বয়স লাগে,রোমানিয়া যেতে কত বছর বয়স লাগে,কুয়েত যেতে কত বছর বয়স লাগে,আমেরিকা যেতে কত বছর বয়স লাগে,কোন দেশে যেতে কত বছর বয়স লাগে,দুবাই যেতে কত বছর বয়স লাগে,সৌদি আরব যেতে কত বছর বয়স লাগে,সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে,মালয়েশিয়া যেতে কত বছর বয়স লাগে ২০২২,কোন দেশে যেতে কত বয়স লাগে,কাতার যেতে কত বছর বয়স লাগে,মালয়েশিয়া যেতে বয়স কত লাগে,মালয়েশিয়া যেতে কত টাকা লাগে?,ওমানে যেতে কত বছর বয়স লাগে
https://www.incometips.xyz/feeds/posts/default