মৌজা কি মৌজা নং কি What is Mouza ? বিস্তারিত আলোচনা
মৌজা কি মৌজা নং কি
মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক-এলাকা। মুঘল আমলে কোন পরগনা বা রাজস্ব-জেলার রাজস্ব আদায়ের একক হিসেবে শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হতো।
একগুচ্ছ মৌজা নিয়ে গঠিত হতো একটি পরগনা । বিংশ শতাব্দীতে মৌজা শব্দটি ব্যবহূত হয় সামাজিক একক গ্রামের বিকল্প নাম হিসেবে এবং এই নামটি বেশ জনপ্রিয়তাও লাভ করে।
মৌজা এর বাংলা অর্থ
- গ্রাম বা গ্রামের সমষ্টি;
- পরগণার বিভাগ বা অংশ।;[আ. মৌজআ]।;[মোউজা] (বিশেষ্য)
- ১ গ্রাম (রাঢ় অঞ্চলে চান্দপুর নামক মৌজায় তাঁদের বসতি স্থাপন করেন-মুঃ আবদুর রাজ্জাক)।
- ২ কয়েকটি গ্রামের সমষ্টি।
- ৩ পরগনার বিবাগ বা ভাগ। {(আরবি) মাৱদা};
মৌজা” জমি সংক্রান্ত বিষয়ে বহুল প্রচলিত একটা শব্দ। CS জরিপের সময় থানা ভিত্তিক এক বা একাধিক গ্রাম, ইউনিয়ন, পাড়া বা মহল্লা আলাদা করে বিভিন্ন এককে ভাগ করে ক্রমিক নাম্বার দেয়া হয়।আর বিভক্তকৃত এই প্রত্যেকটি একককে মৌজা বলে।
“নামজারী” কাকে বলে?
জে এল নম্বর টা কি
একটি ব্লকে দশটা মৌজা রয়েছে। একটি ব্লকের দশটা মৌজা রয়েছে। যেমন: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
এরকম মৌজা পাওয়া গেল। এগুলো মানে এই সিরিয়াল নম্বর গুলো, এগুলোকে বলা হয় জে এল নম্বর। এই সিরিয়াল নম্বর গুলোকে বলা হয় জে এল নম্বর। তাহলে জে এল নম্বর টা বুঝতে পারলেন।
আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকুন। ভালো লাগ্লে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
https://www.incometips.xyz/2022/10/how-to-register-for-covid-vaccine.html
Tags: মৌজা ম্যাপ,মৌজা কি,মৌজা,মৌজা কি?,মৌজা রেট,মৌজা ম্যাপ কি,মৌজা কি!?,মৌজা ম্যাপ কি?,কিভাবে মৌজা ম্যাপ দেখবো,জমির মৌজা কি,ডিজিটাল মৌজা ম্যাপ,জমির মৌজা কি?,মৌজা ম্যাপ ডাউনলোড বাংলাদেশ,জমির মৌজা রেট কি ? জেনে নিন বিস্তারিত,মৌজা কাকে বলে?,মৌজা ম্যাপ ডাউনলোড,মৌজা ম্যাপ download,জমির মৌজা রেট ঢাকা,মৌজা রেট ফেনী,সর্বনিম্ন মৌজা রেট কি,মৌজা এবং মৌজা ম্যাপ কি /,মৌজা ম্যাপ ডাউনলোড অনলাইনে,পুরনো মৌজা ম্যাপ,মৌজা রেট গাজীপুর,মৌজা রেট চট্টগ্রাম