AdSense Invalid Traffic and Click কিসের জন্য আছে সকল কিছু
অনেকেরই Invalid Traffic এর কারনে ফাইনাল পেমেন্টের আগে Adsense ডলার কেটে নেয়। এই Invalid Traffic/Click Google কিভাবে ডিটেক্ট করে।
1. IP Address
একটা ip থেকে যদি দুই বা তার অধিক ক্লিক আসে এডে তাহলে সেটা গুগল invalid click হিসাবে ধরে। তাই নিজের ip থেকে এডে কখনই ক্লিক দিবেন এবং সাইটে বার বার ডুকবেন না। কারন তাতে ইম্প্রেশনও পড়বে।
বর্তমানে অনেকে লোডিং করেন সেক্ষেত্রে Invalid Traffic আর Click আসে।
2. Cookies
Invalid Traffic আর Click গুগল ডিটেক্ট করে browser এর cookies থেকে। সেইম ip থেকে যদি কেউ ad click করে তাহলে গুগল ইউজারের ব্রাউজারের cookies থেকে বুঝে নেয় এবং সেটাকে Invalid Traffic/Click হিসেবে কাউন্ট করে।
3. Ad Click
অনেক সময় উইজার এডে ক্লিক করে সাথে সাথে ক্লোজ করে দেই, গুগল সেটাকে অনেক সময় বট ট্রাফিক ধরে। ইউজার যদি এডে ক্লিক করে পেইজে গিয়ে engage না করে, advertizer যে উদ্দেশে এড দিছে সেটা যদি ৫০% ফুলফিল না করে ইউজার তাহলে সেটা google invalid click হিসাবে কাউন্ট করে।
অতিরিক্ত Invalid Traffic/Click কারনে আপনার adsense account disable বা suspend হতে পারে। তাই ভাল কোয়ালিটির অরগানিক ট্রাফিক নিয়ে আছেন।
Bot, Invalid traffic আটকাতে cloudflare ইউজ করতে পারেন। WordPress এর জন্য অনেক plugin আছে।
আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকুন।
Tags: google adsense invalid traffic & invalid click activity,invalid clicks,invalid click activity solution,google adsense invalid click issue,how to protect adsense from invalid click,invalid traffic,invalid traffic solution,invalid click activity,how google detects invalid clicks,stop click fraud,google ads click fraud,stop click fraud google ads,adsense,google adsense 100% problem fix,monitoring clicks,protect adsense account,stop competitors clicking adwords