আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো কোরআনের একটি সুপার পাওয়ারফুল আয়াত নিয়ে। যদিও কোরআনের সব আয়াত পাওয়ারফুল।তরপরও আয়াতুল কুরসি তার মধ্যে অন্যমত। আপনারা যারা ayatul kursi bangla uccharon পারেন।
তাদের জন্য মোবারকবাদ। আর যারা পারেন না। তাদের জন্য অনুরোধ থাকবে।আপানারা অতি দ্রুত উচ্চারণ টা শিখে ফেলুন। কেননা এই আয়াতুল কুরসি এর ফজিলত অনেক। আমরা আজকে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কিত একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করবো। আশা করি উপস্থাপিত ঘটনা আপনাদের ভালো লাগবে।
আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কিত ঘটনাঃ
সহিহ বুখারীতে এমন একটি বর্ণনা আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত । তিনি বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানে আমাকে যাকাতের মালের প্রহরী নিযুক্ত করেন ।
আমার নিকট একজন আগমনকারী আসে এবং ওই মাল থেকে কিছু উঠিয়ে নিয়ে সে তার চাদরে জমা করতে থাকে । আমি তাকে ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব । সে বলে আমাকে ছেড়ে দিন । আমি অত্যন্ত অভাবী । আমার অনেক পোষ্য আছে । তার প্রতি আমার করুণা হয় । আমি তাকে ছেড়ে দেই ।
সকালে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার বন্দীর কি করেছিল ? আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার ভীষণ অভাবের অভিযোগ করে এবং বলে তার অনেক পোষ্য রয়েছে । কাজেই আমি তাকে ছেড়ে দেই । নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তোমাকে মিথ্যা বলেছে । সে আবার আসবে । আমি নবীজির কথায় বুঝলাম সে আবার আসবে । আমি পাহারা দিতে থাকলাম । সে এলো এবং খাদ্যে উঠাতে লাগলো । আমি তাকে ধরে বললাম , তোমাকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট নিয়ে যাব ।
আয়াতুল কুরসি ঘটনা
সে আবার ওই কথাই বলল আমাকে ছেড়ে দিন আমার খুবই অভাব। আমার অনেক পরশু আছে আমি প্রতিজ্ঞা করছি আর চুরি করতে আসবো না ।
তখন তার প্রতি আমার দয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম । সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু হুরায়রা তোমার বন্ধী কি করেছে ? আমি বললাম সে ওয়াদা করেছে তাই ছেড়ে দিয়েছি । নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে ।
সে আবার আসবে । তৃতীয় রাতে আমি পাহারা দিতে থাকলাম । অতঃপর সে খাদ্য উঠাতে লাগলো আমি তাকে বললাম এটা তৃতীয়বার এটাই শেষ বার । তুমি বারবার বলছো আর আসবে না অথচ আবার আসছো । এবার আমি তোমাকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে যাব ।
সে বলল আমাকে ছেড়ে দিন । আমি আপনাকে এমন জিনিস শিক্ষা দিচ্ছি যা দ্বারা আল্লাহ তা’আলা আপনার উপকার সাধন করবেন । আমি বললাম ওইগুলি কি ? তখন সে বললো যখন আপনি বিছানায় শয়ন করবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন ।
শেষ কথাঃ
আশা করছি আপনি উপস্থিত ঘটনা টি মনোযোগ সহকারে পড়েছেন। আয়াতুল কুরসি নিয়ে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কতটা কার্যকারি এই দোয়া।
আমরা যেন আমাদের বাস্তব জীবনে আয়াতুল কুরসি থেকে লাভবান হতে পারি এই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের আলোচনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন ধন্যবাদ
https://www.incometips.xyz/feeds/posts/default