Baby KobitaEducation

Principal clause কাকে বলে ? Clause কত প্রকার ও কী কী ?

Principal clause কাকে বলে ? Clause কত প্রকার ও কী কী ?

Clause – খন্ডবাক্য

Principal clause

Clause কাকে বলে ? Clause কত প্রকার ও কি কি ?

◾ Clause :- Clause একটি শব্দগুচ্ছ, যার একটি Subject এবং একটি Predicate থাকে এবং যা একটি Complex অথবা একটি Compound Sentence – এর অংশ হিসেবে কাজ করে।
🔹যেমন – When the girl was singing, we were listening to her.
👉 এখানে Sentence টির দুটি Clause আছে , “When the girl was singing” এবং “We were listening to her”. প্রতিটিরই একটি Subject এবং একটি Predicate আছে। ☑️

◾

প্রকারভেদ :- গঠন অনুসারে Clause তিন প্রকার, যথা :-

Principal Clause (Independent Clause)
Sub-ordinate Clause (Dependent Clause)
Co-ordinate Clause.
1. Principal Clause :- যে Clause একাকী স্বাধীনভাবে একটি সম্পূর্ণ অর্থ বা মনোভাব প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বলে।
🔹যেমন – I know that he is a good man.
2. Sub-ordinate Clause :- সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যে Clause কে Principal Clause – এর উপর নির্ভর করতে হয়, তাকে Sub-ordinate Clause বলে।
🔹যেমন – I know that he is a good man .
👉 Principal Clause এবং Sub-ordinate Clause সাধারণত “Who, which, what, that, so, when, unless, where, because, lest, if” ইত্যাদি দ্বারা যুক্ত হয়। ☑️


3. Co-ordinate Clause :- পরস্পর নির্ভরশীল ও সমান গুরুত্বপূর্ণ দুটি Clause যখন Compound Sentence গঠন করে, তখন ঐ দুটি Clause – কে Co-ordinate Clause বলে।
🔹

যেমন – He is a rich man but he is not honest.

Sub-ordinate Clause আবার তিন প্রকার

, যথা
1. Noun Clause
2. Adjective Clause
3. Adverbial Clause
1. Noun Clause :- যেসকল Clause কোনো Sentence – এ বসিয়ে Noun- এর কাজ করে, তাকে Noun Clause বলে।
2. Adjective Clause – যেসকল Clause বাক্যে Adjective এ-র কাজ করে তাকে Adjective clause বলে।
3. Adverbial Clause :- যেসকল Clause বাক্যে Adverb রূপে ব্যবহৃত হয়, তাকে Adverbial Clause বলে।

Principal clause কাকে বলে  Clause কত প্রকার ও কী কী

Clause কাকে বলে? Clause কত প্রকার ও কী কী?


Clause হচ্ছে কিছু শব্দের সমষ্টি যেখানে একটি subject ও একটি finite verb (সমাপিকা ক্রিয়া) প্রকাশ্য বা উহ্য অবস্থায় থাকে।(Phrase এ finite verb থাকেনা)।
Clause ৩ প্রকার। 

(১) Principal Clause or Independent Clause :


এটি প্রধান বাক্যাংশ যা নিজেই স্বাধীনভাবে বসতে পারে। অর্থাৎ যে Clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে। 


প্রতিটি  Principal Clause এক একটি Simple Sentence.  এ ধরনের Clause সমূহকে Compound Sentence বা  Complex Sentence থেকে আলাদা করা হলেও তারা নিজেই Simple Sentence গঠণ করতে পারে এবং নিজেই বাক্যের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে।

যেমনঃ- I know the man who helped you. এখানে  I know the man  হচ্ছে Principal Clause একে আলাদা করলেও নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে।

(২) Subordinate Clause or Dependent Clause:


এটি অপ্রধান বাক্যাংশ যা অন্য Clause এর উপর নির্ভরশীল।Complex Sentence গঠনের সময় যে এক বা একাধিক Clause, Principal Clause এর সাথে যুক্ত হয় সেটা  Subordinate Clause. এসব Subordinate Clause তাদের সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য Principal Clause এর উপর নির্ভরশীল।


যেমনঃ- The boy came here when he was eight.
When he was eight হচ্ছে Subordinate Clause এটাকে Simple Sentence থেকে আলাদা করা হলেও Principal Clause এর সাহায্য ছাড়া বাক্য গঠণ করতে পারেনা এবং অর্থ প্রকাশ করতে পারেনা।

Subordinators: Complex Sentence এর শুরুতে যে word থাকে সেগুলোকে subordinator বলে। যেমনঃ after, although, as, because, before, for, how, if, in case, in order that, lest, once, since, that, though, till, unless, untill, when, whenever, where, whereas, wherever, whereupon, which, while, whilst, who, whoever, whom, whose.
Subordinate Clause ৩ প্রকার।


a) Noun Clause: যেসব Subordinate Clause, complex sentence এর ভিতর  noun এর কাজ করে তাদেরকে noun clause বলে। যেমনঃ- We do not know when he will arrive.

এখানে প্রশ্ন করুন- আমরা কি জানিনা? উত্তর হবে- কখন সে পৌছাবে?
Noun Clause সাধারনত who, what, which, whom, whose, when, where, why, how, that, whether, if দ্বারা শুরু হয়।

That he can speak Hindi was mistry to me.
It is incredible how fast he can run.
I think that he is an honest man.
She took what he needed.
I am not satisfied with what he gives me.
I am not sure what he has done.

b) Adjective Clause or relative Clause: 


যেসব Subordinate clause কোন একটি Sentence কে কিংবা Principal Clause এর কোন Noun বা Pronoun কে qualify করে তাদেরকে  Adjective Clause বলে। যেমনঃ-
The boy who came here is my friend.  এটি noun কে qualify করছে।
He walks in the morning, which is good for health.
Tell me the place where he lives.

I know the way how he did it.
Something which was bright like a star was moving across the sky.
The gallery which holds only one thousand people was crowded.
That is the man whose  wife is an actress.
This is the boy who broke one of the windows.
Noun clause এ antecedent থাকে না আর Adjective clause এ antecedent থাকে।

c) Adverb or Adverbial clause : 


এটি বাক্যে verb,  adjective বা অন্য কোন adverb কে modify করে। এটি সাধারনতঃ স্থান, সময়, কারণ, ফল, পরিমাণ, ধরন, তুলনা, শর্ত বা উদ্দেশ্য বোঝায়। যেমনঃ-
Father came when i started for Dhaka.
You may go where you like.
I am so tired that i can not walk.
I shall help if you come here.


We read that we learn.
Strike while the iron is hot.
It is many days since i saw you last.
The doctor came after the patient had died.
If you find the pen, i shall give it to you.
He came to my house when i was at home.
Though i am his neighbour, he did not help me.

(৩) Co-ordinate Clause:


এটি সংযোগমূলক বাক্যাংশ। দুই বা ততোধিক Principal Clause যখন সমন্বয়কারী অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি Compound Sentence অথবা, দুই বা দুইয়ের অধিক subordinate clause যখন সমন্বয়কারী অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি Principal Clause  কে সাথে নিয়ে বাক্য গঠন করে তখন তাকে আমরা Co-ordinate Clause বলি। 


যেমনঃ-
I went there and found him ill.
Co-ordinate Clause এ যে সমন্বয়কারী অব্যয় থাকে সেগুলো হচ্ছে- and, but, so, or, yet, otherwise, not only—but also, either–or, neither–nor, nor.
He threw the stone but missed the dog.

বিঃ দ্রঃ দুটি সহধর্মী বাক্যাংশকে and দ্বারা যুক্ত করা হয় কিন্তু বিপরীতধর্মী বাক্যাংশকে but দ্বারা যুক্ত করা হয়।
You may turn ether to the left or to the right.
You may accept the offer or refuse it.

Tags: principal clause,subordinate clause,clause,independent clause,coordinate clause,main clause,dependent clause,noun clause,adjective clause,clauses in english grammar,adverb clause,types of clauses,principal clause in hindi,clauses,clause in bengali,what is clause,what is a clause,clause in english grammar,what is principal clause,rules of principal clause,what is a principal clause,#principal clause in past,principal clause in english, principal clause,clause,noun clause,adjective clause,independent clause,dependent clause,subordinate clause,main clause,clause কত প্রকার,noun clause কাকে বলে,clause কাকে বলে,clause কত প্রকার ও কি কি ?,clause in bengali,clause কাকে বলে ?,principal clause কাকে বলে,sentence কাকে বলে কত প্রকার ও কি কি,clause কত প্রকার ও কি কি,adverb clause,subordinate clause কত প্রকার ও কি কি,adverbial clause,clause কি,coordinate clause,sub-ordinate clause,clauses

https://www.incometips.xyz/feeds/posts/default
Back to top button