Baby KobitaEducation
Tense কত প্রকার ও কি কি ?
Tense বা কাল কি?
ক্রিয়ার কালকে অর্থাৎ কাজ সম্পন্ন হওয়ার সময়কে tense বা কাল বলে। Tense তিন ধরনের হয়। যথা-
- Present tense বা বর্তমান কাল
- Past tense বা অতীত কাল ও
- Future tense বা ভবিষ্যৎ কাল ।
Present tense:
কোন কাজ বর্তমান সময়ে সংঘটিত হওয়াকে present tense বলে। Present tense চার ধরনের হয়। যথা-
- Present Indefinite tense
- Present continuous tense
- Present perfect tense and
- Present perfect continuous tense.
Present Indefinite tense:
কোন সাধারণ ঘটনা, চিরন্তন সত্য কথা বা কারো অভ্যাসগত কাজ বোঝালে তাকে present Indefinite tense বলে।
Example:
- I eat rice.
- The earth moves around the sun.
- I go to school every day.
Present continuous tense:
কোন কাজ বর্তমানে চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে তাই present continuous tense.
Example:
- I’m eating rice.
- They are laughing.
Present perfect tense:
কোন কাজ মাত্র শেষ হয়েছে বা যার ফল এখনও পর্যন্ত প্রকাশিত হয় নাই সেটাই present perfect tense.
Example:
- I have eaten rice.
- They have reached to their destination.
Present perfect continuous tense:
কোন কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি তাই present perfect continuous tense.
Example:
- I have been reading for two hours.
- They have been working since early morning.
Past tense:
কোন কাজ অতীতে সংঘটিত হয়েছে বোঝালে তাকে past tense বলে। Past tense চার ধরনের হয়। যথা-
- Past Indefinite tense
- Past continuous tense
- Past perfect tense and
- Past perfect continuous tense.
Past Indefinite tense:
কোন কাজ অতীতে সংঘটিত হয়েছে বা অতীতের কোনো অভ্যাস বোঝালে তাকে past Indefinite tense বলে।
Example:
- I ate rice.
- He went to library yesterday.
Past continuous tense:
কোন কাজ অতীতে সংঘটিত হচ্ছিল এরূপ বোঝালে তাকে past continuous tense বলে।
Example :
- Rupa was sleeping yesterday evening.
- They were gossiping one hour before.
Past perfect tense:
অতীতে যদি দুটি কাজ সংঘটিত হয়ে থাকে তাহলে যেটা আগে সংঘটিত হয়েছে সেটাই past perfect tense.
Example:
- The train had left before he reached the station.
- The patient had died before the doctor came.
- My father came after my mother had cooked.
Past perfect continuous tense:
কোন কাজ যদি অতীতে কোন বিশেষ সময়ের পূর্বে শুরু হয় এবং সেই সময়ের পূর্বেই শেষ হয় সেটাই past perfect continuous tense.
Example:
- He had been reading since morning yesterday.
- I had been sleeping up to 10:00 am yesterday.
Future tense:
কোন কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এমন বোঝালে তাকে Future tense বলে। Future tense ও চার ধরনের হয়। যথা-
- Future Indefinite tense
- Future continuous tense
- Future perfect tense and
- Future perfect continuous tense.
Future Indefinite tense:
কোন কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এরূপ বোঝালে Future Indefinite tense হবে।
Example:
- They will go to concert tomorrow.
- I will eat entire tonduri chicken.
Future continuous tense:
কোন কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এরূপ বোঝালে তাকে Future continuous tense বলে।
Example:
- They will be go to national park.
- He will be participate in debate competition.
Future perfect tense:
ভবিষ্যতে কোন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সংঘটিত হবে এরূপ বোঝালে তাকে Future perfect tense বলে।
Example:
- They will have come before sunset.
- He will have reached the station by 10am.
Future perfect continuous tense:
ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে তাকে Future perfect tense বলে।
Example:
- She will have been reading in this college for two years.
https://www.incometips.xyz/feeds/posts/default