What is YouTube ইউটুব কি ? ইউটুব দিয়ে কি কাজ বা ইনকাম করা যায় কিভাবে
প্রথমেই জানি ইউটুব কি ?
ইউটুব হল একটা ভিডিও শেয়ারিং ওয়েব সাইট। যেখানে সবাই সবার ভিডিও কন্টেন্ট দিতে পারবেন। যেটা সারা দেশের লোক আপনার কন্টেন্ট দেখতে পারবে। আপনি চাইলে শেয়ার ও করতে পারবেন। আবার আপনি চাইলে প্রাইভেট মুড করে দিতে পারবেন । যেটা আপনার দেয়া পারমিশন ছাড়া কেও দেখতে পারবে না।
ইউটুব দিয়ে কিভাবে ভিডিও আপলোড করে ?
আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড দিতে চান তাহলে আপনাকে যে কাজ করতে হবে তা হল।
প্রথমেই আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে যেটা আপনি gmail.com থেকে বানাতে পারবেন।
আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি youtube.com এ চলে যাবেন।
তারপর আপনি আপনার নামের উপর ক্লিক করবেন নিচের মত করে।
তারপর আপনি আপনার নামের আইকনে উপরের মত ক্লিক করবেন ।
এবার ইওর চ্যানেল এর উপর ক্লিক করবেন।
এবার আপনার নাম চাইবে আপনি ফাস্ট নামে লাস্ট নামে দিয়ে ওকে করলেই ,
আপনার নামে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।
এবার আপনি যদি ভিডিও আপলোড দিতে চান তাহলে দেখবেন কোনায় একটা অ্যাপ আইকন আছে ।
অথবা একটা ভিডিও এর আইকন আছে মাউস হবার করলে লেখা আছে ক্রেইট ।
এই আইকনে ক্লিক করলে আপনি ভিডিও আপনার ফাইল ডাইরেকশন থেকে ভিডিও সিলেক্ট করে দিলে .
আপনি ওই ভিডিওটি আপলোড করে ফেলতে পারবেন।
ইউটুব থেকে কিভাবে ইনকাম করা যায়?
এখন আপনি চাইলে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে ,
প্রথমেই আপনার নিজের নামে চ্যানেল তৈরি করতে হবে এবং সেই চ্যানেলটি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে।
তারপর আপনাকে নতুন নতুন ভিডিও ছাড়তে হবে অথবা আপলোড দিতে হবে ।
ইউটিউব এর রুলস অনুসারে আপনাকে আপনার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম বানাতে হবে ।
তারপর আপনি গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। এরপর আপনাকে যদি আপনার চ্যানেল টি রিভিউ করে দেখবে যদি আপনি এড পাওয়ার যোগ্য থাকেন ।
তাহলে আপনার চ্যানেলে অ্যাড দেখাবে ওই আজ থেকে আপনি ইনকাম করতে পারবেন।
ইউটিউব হলো গুগোল এর একটি প্রতিষ্ঠান যেখানে আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন।
১০০% গ্যারান্টি সহকারে আপনি টাকা পেমেন্ট পাবেন।
গুগল আপনাকে পেমেন্ট করবে আপনার ব্যাংক একাউন্টে। আপনি 100 ডলার হলে আপনি টাকা তুলতে পারবেন ।
আপনার ব্যালেন্সে অটো চলে যাবে টাকা ।
আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকুন।
Tags: ঘরে বসে কিভাবে টাকা আয় করা যায়,কিভাবে অনলাইনে টাকা আয় করা যায়,কিভাবে টাকা ইনকাম করা যায়,কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়,মোবাইল দিয়ে কি অনলাইনে ইনকাম করা সম্ভব,ইউটিউব শর্টস দিয়ে ফেসবুক কিভাবে ইনকাম করবেন !!,কিভাবে টাকা ইনকাম করা যায়,নেটে কিভাবে টাকা ইনকাম করা যায়,কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায়,কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়,টিকটক থেকে কিভাবে ইনকাম করা যায় ২০২২,বাড়িতে বসে কিভাবে টাকা আয় করা যায়,ইউটিউব থেকে ইনকাম কিভাবে হয়